ঐতিহ্যবাহী তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের মরহুম রওশন আলী তালুকদার ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। বিশেষ করে তিনি অত্র অঞলের নারী শিক্ষার প্রতি বিশেষভাবে অনুরাগী ছিলেন এবং নিজের কন্যা জাহানারা বেগম কে তৎকালীন সময়ে কলকাতার স্বনামধন্য সাখওয়াত মেমোরিয়াল বিদ্যালয়ে ভর্তি করেন যেখানে তার কন্যা বেগম রোকেয়া নারী শিক্ষা দর্শনে শিক্ষিত হন। কিন্তু তৎকালীন সময়ে অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার কোন সুযোগ ছিল না। সেই কারনে শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবায়নে জনাব মরহুম রওশন আলী তালুকদার নিম্নে উল্লেখিত বিদ্যুৎেসাহী ব্যাক্তিবর্গে র সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমেঃ
(১) মরহুম জনাব ওয়াসিম উদ্দিন তালুকদার
(২) মরহুম জনাব ইব্রাহিম হোসেন তালুকদার
(৩) মরহুম জনাব মোকছেদুর রহমান তালুকদার
(৪) মরহুম জনাব নায়েব উল্লাহ তালুকদার
(৫) মরহুম জনাব জয়নাল আবেদিন তালুকদার
প্রভৃতি বিদ্যুাৎসাহী ব্যক্তি বর্গের সহযোগিতায় ১৯৩৭ সালে প্রাথমিক বিদ্যালযের শিক্ষাক্রম শুরু করেন। পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থা চলতে থাকে, পরবর্তীতে ১৯৫৮ সনে জুনিয়র হাই স্কুল, ১৯৬৮ সালে ৯ম শ্রেণীর এবং ১৯৬৯ সালে ১০ম শ্রেণীর পাঠদানের অনুমতি পায়। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দোয়েল গ্রামের জনাব মোঃ সিরাজুল ইসলাম। ১৯৭৩ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন তারাকান্দি গ্রামের সন্তান মরহুম খলিলুর রহমান তালুকদার। তিনি অক্লান্ত পরিশ্রম করে স্কুলটিকে সিরাজগঞ্জ জেলার মধ্যে জুনিয়র বৃত্তি ও এস.এস.সি ফলাফলের ভিত্তিতে অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করেন। যমুনা নদীর কবলে ৬ বার প্রতিষ্ঠানটির স্থান পরিবর্তন হয়। বর্তমানে সিএন্ড.বি সংলগ্ন গান্ধাইল ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত। প্রাত্তন প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলন রহমান তালুকদারের পরামর্শে মরহুম ডা: নওশের আলী তালুকদারের সুযোগ্য সন্তান জনাব মোঃ জুলফিকার হায়দার ২০০৮ সালে সভাপতির দায়িত্ব গ্রহন করেন। তিনি শত ব্যস্ততার মধ্যে দিয়েও বিদ্যালয়টির সুনাম ধরে রেখেছেন। তারাকান্দি তালুকদার পরিবারর সহযোগিতায় বিদ্যালয়টি ভৌত অবকাঠামো এবং জমি ক্রয়ের জন্য বিভিন্ন সময়ে বিপুল অর্থের যোগান এবং অনুমোদনের ব্যবস্থা করা হয়। প্রতি বছর বাস্তবমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির পরিবারসহ শিক্ষা সফর এর সমদয় ব্যয় সভাপতি সাহেব নিহ তহবিল থেকে বহন করেন। বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ২০৩০ সালের মধ্যে তারাকান্দি উচ্চ বিদ্যালয়টি একটি অবাসিক মডেল স্কুলে রুপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছেন। এই বিদ্যালয়ে অধ্যায়ন করে অনেক শিক্ষার্থী বাংলাদেশের দায়িত্বপূর্ণ পদে কর্মরত আছেন । মরহুম ডা: তালুকদার মনিরুজ্জামান এবং কুদরত-ই-খুদার মত দুই জন জাতীয় অধ্যাপক এই স্বনামধন্য স্কুলের ছাত্র ছিলেন।